ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী গাজীপুরে যাচ্ছেন বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
প্রধানমন্ত্রী গাজীপুরে যাচ্ছেন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গাজীপুর: কারা সপ্তাহ-২০১৬ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (২০ জানুয়ারি) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) কাশিমপুর কারাগার পাট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি জানিয়েছেন।



তিনি বাংলানিউজকে জানান, কারা সপ্তাহ-২০১৬ উপলক্ষে আগামীকাল (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে কাশিমপুর কারাগারে উপস্থিত থাকবেন। এ উপলক্ষে ইতিমধ্যে সব আয়োজন সম্পূর্ণ করা হয়েছে। কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কাশিমপুর কারাগারসহ আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাব, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত কয়েকদিন ধরে কারাগারের আশপাশের এলাকা নজরদারিতে রাখছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।