ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় শিক্ষার্থীদের মাদকবিরোধী মানববন্ধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
চান্দিনায় শিক্ষার্থীদের মাদকবিরোধী মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মাদককে না বলুন’ স্লোগানে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, সদস্য মো. অব্দুস সমাদ ভূঁইয়া, কাজী আনুয়ারুল আজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান ভূঁইয়াসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।