ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৮ বলগেটসহ ৫০ লাখ টাকার কাঠ জব্দ

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
চাঁদপুরে ৮ বলগেটসহ ৫০ লাখ টাকার কাঠ জব্দ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরে বিআইডাব্লিউটিএ কর্মকর্তারা অভিযান চালিয়ে আটটি বাল্কহেডসহ ৫০ লাখ টাকার কাঠ আটক করেছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর লগ্নিমারা চর এলাকায় এ অভিযান চালানো হয়।



আটক বাল্কহেডগুলো হচ্ছে এমভি আরিফুল, এমভি আফছানা মিমি, মায়ের বাঁধন, মায়ের দোয়া, অনিক-অনিকা, ফজর, মারূফ সাফুর, রফিক-নুরূল পরিবহন।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, মেঘনায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে কাঠ, তেলসহ বিভিন্ন মালামাল পাচার করে আসছিলো।   গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটটি বাল্কহেড আটক এবং সেগুলো থেকে ৫০ লাখ টাকার কাছ জব্দ করা হয়।

অবৈধ গাছগুলো স্বরূপকাঠি থেকে ঢাকার মুন্সিগঞ্জসহ আশপাশের এলাকায় পাচার করার উদ্দেশে আনা হচ্ছিলো। খবর পেয়ে নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীর লগ্নিমারার চর এলাকা থেকে অভিযান চালিয়ে একে একে আটটি বাল্কহেড আটক করে। পরে সেগুলো থেকে ৫০ লাখ টাকার কাঠ জব্দ করা হয়। আটক বাল্কহেড ও কাঠ চাঁদপুর নৌ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে বলেও জানান ওই বন্দর কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।