ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি কিশোর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি কিশোর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): ভারতে পাচার হওয়া পাঁচ বাংলাদেশি কিশোরকে উদ্ধার করে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

এসময় তাদের বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তাদের জিম্মায় দেওয়া হয়। পরে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।

ফেরত আসা কিশোররা হলো- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার শাইকভাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে নাসির শেখ (১০), ফকিরবাসি গ্রামের খোকন ফকিরের ছেলে রাহুল (১০), ভাঙ্গা গ্রামের আজাহার ফারাজির ছেলে জাহিদ (১৫), সাতক্ষীরার আশাশুনি উপজেলার মোজঘোরখালী গ্রামের শিবপদ মণ্ডলের ছেলে শান্তনা মণ্ডল (১৩) ও ভোলা জেলার লালমোহন উপজেলার পাঙ্গাসী গ্রামের সেলিমের ছেলে শামিম (১২)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, ফেরত আসা কিশোরদের বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে। পরে তারাই তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেবে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী কর্মকর্তা মুহিত হোসেন বলেন, দরিদ্র পরিবারের ওই পাঁচ কিশোরকে ভালো কাজ দেওয়ার নাম করে তিন বছর আগে পাচারকারীরা সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে ভালো কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে তাদের বাধ্য করে। খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে বেঙ্গলোরের নগরবার সিগন্যাল নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটে তাদের ফেরত পাঠায় ভারত।

কিশোরদের অভিভাবকরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চান তাহলে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনি সহয়তা করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।