ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির কাছে দু’রাষ্ট্রদূতের পরিচয় পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
রাষ্ট্রপতির কাছে দু’রাষ্ট্রদূতের পরিচয় পেশ

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করলেন ঢাকায় নিযুক্ত নতুন ভারত ও ব্রিটিশ হাইকমিশনার।

এ দিন বিকেলে পৃথকভাবে বঙ্গভবনে গিয়ে নিজেদের পরিচয় পত্র রাষ্ট্রপতির কাছে পেশ করেন তারা।



পরিচয় পেশ কালে নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দেশটির সরকার ও জনগণের উষ্ণ শুভেচ্ছা জানান।

এদিকে একই বিকেলে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

গত বুধবার, ১৩ জানুয়ারি ঢাকায় আসেন হাইকমিশনার রবার্ট গিবসনের বদলে রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়া ব্রিটিশ কূটনীতিক অ্যালিসেন ব্লেক।

একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছান ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বিদায়ী কূটনীতিক পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

এদিকে ঢাকায় নতুন কর্মস্থলে কাজের বিভিন্ন দিক নিয়ে ২০ জানুয়ারি প্রথমবারের মতো ব্রিটিশ হাইকমিশনে সংবাদ সম্মেলন করবেন অ্যালিসেন ব্লেক।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জেপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।