ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিভিন্ন খাতের উন্নয়নে জার্মানির সহায়তার আশ্বাস

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
বিভিন্ন খাতের উন্নয়নে জার্মানির সহায়তার আশ্বাস

ঢাকা: বাংলাদেশের শহর ও গ্রামের রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ ও বিভিন্ন খাতের উন্নয়নে অর্থসহ কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি।

দুপুর সোয়া তিনটা থেকে ৫টা পর্যন্ত বৈঠক চলে।

বৈঠক শেষে দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৯৭৮ সাল থেকে জার্মানি বাংলাদেশকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এড়াতে ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় সহায়তা দিচ্ছে জার্মানি।

হামিদুল ইসলাম জানান, স্থানীয় সরকারের তত্ত্বাবধানে জার্মানির কারিগরি সহায়তায় বরিশাল শহরে যে জলবদ্ধতা ছিল তা নিরসন করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের ১১টি পৌরসভায় নগরবাসীর সেবা প্রদানে ওয়ানস্টপ সার্ভিস চালু হবে অচিরেই। এ দুই প্রকল্পসহ বিভিন্নখাতে প্রায় ১শ’ ৬২ লাখ টাকা ব্যয় হবে।

দেশের চলমান সুশাসনের জন্য জার্মানি কারিগরি সহায়তা দেবে বলেও তিনি জানান।

মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের কান্ট্রি ডিরেক্টর টোবিয়াস বেকার, সেক্রেটারি একহার্ড হিনি, সেক্টর স্পেশালিস্ট মিস সান্ড্রা সোয়ারেস দা সিলভা, টেকনিক্যাল অ্যাডভাইজর রেবেক্কা এবং কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।