ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিপিডিবির চেয়ারম্যান হলেন শামসুল হাসান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
বিপিডিবির চেয়ারম্যান হলেন শামসুল হাসান শামসুল হাসান মিয়া

ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী শামসুল হাসান মিয়া। এর আগে বিপিডিবির সদস্য (কোম্পানি ‍অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।



বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে ১৯৮০ সালে সহকারী প্রকৌশলী হিসেবে বিপিডিবিতে যোগ দেন শামসুল হাসান মিয়া।
বিপিডিবিতে আইপিপি সেল-১ (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) এ ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি।

বিদায়ী চেয়ারম্যান খোন্দকার মাকছুদুল হাসান (কে এম হাসান)এর স্থলাভিষিক্ত শামসুল হাসান মিয়া বিপিডিবির তেত্রিশতম চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।