ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
রাজশাহীতে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ যুবক আটক ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর সপুরা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

আটক ওই যুবকের নাম সৌরভ হোসেন (৩০)।

তিনি মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা এলাকার সিদ্দিক রহমানের ছেলে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ সৌরভকে হাতেনাতে আটক করে।

এ সময় সৌরভের কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে থাকা ২টি মোবাইল সেটও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বর্তমানে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসএস/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।