ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
বেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পৃথক অভিযানে নয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের বেনাপোল চেকপোস্টের রেল লাইনের বিপরীতে মেহেগনী বাগান থেকে ছয়জনকে ও দৌলতপুর মাঠ থেকে তিনজনকে আটক করা হয়।



আটক ব্যক্তিদের মধ্যে বরিশালের সোহেলের ছেলে আসলাম হাওলাদার (৩০), ইসমাইলের ছেলে ইসহাক (১৮), আব্দুল মান্নানের ছেলে তোফাজ্জেল হোসেন (১৯), লক্ষ্মীপুরের হানিফের ছেলে রুমান মিয়া (২০), আব্দুল কাদেরের ছেলে জুয়েল (২৮), যশোরের মতিয়ারের ছেলে মিনহাজুল (২৯), নড়াইলের বাবুল মোল্লার ছেলে মুরাদুল (২০) ও বাগেরহাটের মহাদেবের ছেলে হৃদয়ের (২৫) নাম জানা গেছে।

বিজিবি জানায়, পাচারকারীরা সন্ধ্যায় সীমান্ত পথে অবৈধভাবে বেশ কয়েকজনকে ভারতে পাঠাচ্ছিল। খবর পেয়ে বিজিবির পৃথক দু’টি দল অভিযান চালিয়ে নয় বাংলাদেশিকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে পাচারকারীরা আগেই কৌশলে পালিয়ে যায়।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহির হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে (১১-সি) ধারায় মামলা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি)  দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।