ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মেছো বাঘ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
রাজশাহীতে মেছো বাঘ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী:  রাজশাহীর বাঘায় এবার মুরগির খোয়াড় থেকে একটি মেছো বাঘ  উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে বাঘা উপজেলার চণ্ডিপুর গ্রাম থেকে বাঘটিকে  উদ্ধার করা হয়।



খবর পেয়ে দুপুরে রাজশাহীর বন্য প্রাণী ব্যস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা মেছো বাঘটি উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে নেন।

রাজশাহীর বন্য প্রাণী ব্যস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে দুপুর ১২টার দিকে মেছো বাঘটি উদ্ধার করেন তারা। বর্তমানে এটি তাদের পর্যবেক্ষণে রয়েছে। শিগগিরই মেছো বাঘটিকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।

মনিরুল ইসলাম জানান, মেছো বাঘটি লম্বায় প্রায় দুই ফুট। স্থানীয়ভাবে এটি ‘বন বিড়াল’ নামেও পরিচিত। ভোরে লোকালয়ে ঢুকে মুরগির খোয়াড়ে হানা দিলে স্থানীয়রা কৌশলে মেছো বাঘটি ধরে ফেলে। পরে বস্তাবন্দি করে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। এ সময় খবর পেয়ে সেখান থেকে তাকে নিয়ে আসেন বন্যপ্রাণী ব্যস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা।

এর আগে সোমবার (১৮ জানুয়ারি) সকালে একই উপজেলার বাজুবাঘা ইউনিয়নের কারিগরপাড়া এলাকা থেকে আরও একটি মেছো বাঘ উদ্ধার করা হয়। বর্তমানে বাঘটি রাজশাহীর বন্য প্রাণী ব্যস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসএস/ওএইচ/পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।