ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গৃহকর্মী নির্যাতন, আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
রাজধানীতে গৃহকর্মী নির্যাতন, আটক ৩

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে শিল্পী আক্তার (১২) নামে এক গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।


 
গৃহকর্তার পরিবারের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েছে শিল্পী আক্তার। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি‘তে) রাখা হয়েছে।
 
মঙ্গলবার (১৯ জানুয়ারি) টঙ্গী এলাকার একটি মানবাধিকার সংগঠনের পরিচালক আব্দুল আজিজ জানান, সকাল ১০টার দিকে টঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় মানুষের ভিড় দেখে এগিয়ে যান তিনি। পরে তিনি দেখতে পান গৃহকর্মী শিল্প আক্তারের সারা শরীরে গরম খুন্তির ছ্যাঁকার দাগ ও নির্যাতনের চিহ্ন।
 
এ অবস্থায় তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে যান তিনি। পরে বিষয়টি খিলগাঁও থানায় জানানো হলে সেখান থেকে  শিল্পীর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
 
গৃহকর্মী শিল্পীর গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মাচুয়াখালী গ্রামে। তার বাবার নাম আলতাফ ব্যাপারী।
 
শিল্পী খিলগাঁও বনশ্রী এলাকার ওয়াজেদ ঢালী ও সুইটি‘র বাসায় কয়েক বছর ধরে গৃহকর্মী হিসেবে কর্মরত। খিলগাঁও এর ০২ রোডের, ‘ ডি ’ ব্লকের ১২নং বাসায় কাজ করতো শিল্পী।
 
আহত শিল্পী বাংলানিউজকে বলে, গৃহকর্তা ওয়াজেদ ঢালী, সুইটি ও তাদের সন্তান অনু প্রায়ই আমাকে বিভিন্নভাবে নির্যাতন করত। পরে আমি সহ্য করতে না পেরে বাসা থেকে বেরিয়ে আসছি।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাটি সত্য। এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসএম/এজেডএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।