ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে দিনব্যাপী পিঠামেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
কালীগঞ্জে দিনব্যাপী পিঠামেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দিনব্যাপী পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় একইসঙ্গে প্রদর্শন করা হয় বিষমুক্ত জৈব শস্য।



বুধবার (২০ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড যৌথভাবে এর আয়োজন করে।

বাঙালির ঐতিহ্য ও কৃষ্টি বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এবং খাদ্য নিরাপত্তা আন্দোলন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মেলায় ৪০ রকমের পিঠা প্রদর্শিত হয়।

এসব পিঠার মধ্যে ছিল, ক্ষীরের পাটিসাপটা, বাঁধাকপির বড়া, সবজি ভাঁপা, সেমাই রসগোল্লা, সেমাই কাটসেট, চুসি পিঠা, চন্দ্রপুলি, সড়ভাজা, ম্যারাপিঠা, সিমফুল, ঝিনুকপিঠা, হৃদহরণ,  উষ্ণগুঞ্জা ফুলঝুরি, ভাজাপুলি, পানিদৌল, ময়মনসিংহের বিবি খানা প্রভৃতি।

এরআগে বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ স্থানীয় সরকারের উপ পরিচালক ও উপ সচিব আবু ইউসুফ রেজাউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানোয়ার হোসেন মোল্লা ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন প্রমুখ।

এছাড়া মেলায় জৈব চাষে নিবেদিত কৃষক, কৃষক সংগঠন, কৃষি সংক্রান্ত উন্নয়ন সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য, কৃষি উপকরণ, প্রকাশনা ও প্রযুক্তি প্রদর্শন করে।

পরে বিকেলে হাঙ্গার ফ্রি প্রাইজ প্রকল্পের কর্মএলাকা থেকে বিজয়ী পাঁচ কৃষক, দু’টি সমবায় সংগঠন ও একজন সাংবাদিকসহ মোট আটজন সফল উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।