ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার জেলা তাঁতীলীগের সভাপতির ভাই গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
কক্সবাজার জেলা তাঁতীলীগের সভাপতির ভাই গুলিবিদ্ধ

কক্সবাজার: কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নুরউদ্দিন জাসেদ (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।   তিনি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মৃত কলিম উল্লাহ সিকদারের ছেলে ও কক্সবাজার জেলা তাঁতীলীগের সভাপতি তাজউদ্দিন সিদকার তাজমহলের চাচাতো ভাই।



মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে পিএমখালী ইউনিয়নের তোতকখালী ছ’ভাইয়ের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের বড়ভাই তাজমহল বাংলানিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় তোতকখালী এলাকার চিহ্নিত সন্ত্রাসী লাল মোহাম্মদ বাহিনীর প্রধান লাল মোহাম্মদ একটি সিএনজি ডাকাতি করে। ভুক্তভোগীদের কাছে বিষয়টি জানতে পেরে লাল মোহাম্মদের কাছ থেকে সিএনজিটি উদ্ধার করতে যায় তার চাচাতো ভাই কায়েস। পরে সিএনজি’র বিষয়ে জানতে চাইলে লাল মোহাম্মদ কায়েসকে লক্ষ্য করে ফাঁকা গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে মোটরসাইকেল নিয়ে এগিয়ে এসে জাসেদ লাল মোহাম্মদকে থামানোর চেষ্টা করলে লাল মোহাম্মদ তার শরীরে সরাসরি গুলি করে পালিয়ে যায়।

পরে গুরুত্বর আহত অবস্থায় জাসেদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া বাংলানিউজকে জানান, জাসেদ বাম পায়ে ও কোমরে গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া তার দু’পায়ের মধ্যে বেশ কয়েকটি গুলির আঘাত রয়েছে। অবস্থা পরিবর্তন না হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান চিকিৎসক।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন খাঁন বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।