ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পুলিশ ভ্যান খাদে পড়ে কনস্টেবল নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
ফেনীতে পুলিশ ভ্যান খাদে পড়ে কনস্টেবল নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে পুলিশবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে রফিকুল ইসলাম (২৮) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন৷

বুধবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফেনীর কসকা কাজির দিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে৷

পুলিশ জানায়, সকালে কসকা কাজির দিঘী এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশের একটি পিকআপ ভ্যান রাস্তার পাশের খাদে পড়ে যায়৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কনস্টেবল রফিকুল ইসলামের৷ এসময় আহত হন পুলিশের আরো দুই সদস্য৷ আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান বাংলানিউজকে জানান, পুলিশ ভ্যানে ধাক্কা দিয়ে ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। ট্রাকসহ ওই চালককে আটক করার চেষ্টা করছে পুলিশ।



মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি৷

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।