ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ডাকাতি, নিরাপত্তারক্ষী খুন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আশুলিয়ায় ডাকাতি, নিরাপত্তারক্ষী খুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার ইউনিকের চিত্তশাইল এলাকায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাড়ির নিরাপত্তারক্ষীকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা।

লুট করে নিয়ে যায় তিনটি মোটর সাইকেল।

নিহত নিরাপত্তারক্ষীর নাম গফুর খন্দকার (৬০)। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের বলিয়ার গ্রামে মৃত বাহার খন্দকারের ছেলে।

বাড়ির মালিক আইয়ুব মোল্লা বাংলানিউজকে  জানান, বুধবার (২০ জানুয়ারি) সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হতে চাইলে ভেতরের কলাপসিবল গেট বন্ধ দেখে নিরাপত্তারক্ষীকে ডাকাডাকি করি।

এসময় সাড়া না দেওয়ায় প্রতিবেশীদের ডাকলে প্রতিবেশীরা এসে বাড়ির প্রধান ফটক খোলা দেখতে পান। একইসঙ্গে ভবনের ভেতরের গাড়ি রাখার স্থানে নিজের চৌকিতে নিরাপত্তারক্ষী গফুরের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে প্রতিবেশীরা কলাপসিবল গেটের তালা ভেঙে বাড়ির লোকজনকে বাইরে বের হতে সহায়তা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসীনুল কাদীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় মোটর সাইকেল চুরির উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত ওই বাড়িতে হানা দেয়। এসময় শ্বাসরোধে নিরাপত্তারক্ষীকে হত্যা করে।

ঘটনার সঙ্গে জড়িতদের আটকে  বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।