ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসের ধাক্কায় সার্জেন্ট আহত, চালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
গাজীপুরে বাসের ধাক্কায় সার্জেন্ট আহত, চালক আটক ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা মোড়ে বুধবার (২০ জানুয়ারি) সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইকবাল হোসেন (৩৮) ‍নামে এক সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন।

তিনি গাজীপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট।

তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে বুধবার সকাল থেকেই দায়িত্ব পালন করছেন সার্জেন্ট ইকবাল হোসেন। দায়িত্ব পালনের সময় সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী আলম এশিয়ার একটি যাত্রীবাহ বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। আটক চালক ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার কালাদহ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে বেলাল হোসেন (৩৫)।

তিনি আরো জানান, হালকা গাড়ি চালানোর লাইসেন্স নিয়ে তিনি মহাসড়কে যাত্রীবাহী গাড়ি চালাচ্ছিলেন। তাকে (বেলাল হোসেন) জয়দেবপুর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।