ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায়, দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে জেলা সদরের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতণ করা হয়।



খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স. ম মাহবুব উল আলম শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় এমডিএসের অধিনায়ক লে. কর্নেল আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত সদর জোন কমান্ডার মেজর আতিকুর রহমান, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর নাসির উল হাসান উপস্থিত ছিলেন।

গোলাবাড়ী ইউনিয়নের ১৩টি গ্রামের ৪শ’ নারী পুরুষের মাঝে এ শীতবস্ত্র এবং চিকিৎসাসেবা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।