ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে কার্তুজসহ অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
কক্সবাজারে কার্তুজসহ অস্ত্র উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া থেকে ১টি দেশিয় ওয়ান শুটারগান, ১১রাউন্ড কার্তুজ ও ১রাউন্ড খালি খোসা উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মুহুরীপাড়ার বাসিন্দা মো. নূর হোসেনের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব সূত্র জানায়, হানিফের বাড়িতে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পেয়ে দুষ্কৃতিকারীরা সুকৌশলে পালিয়ে যায়।

পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বাড়ির উত্তর দক্ষিণে লম্বা ঘরের পিছনে উত্তর কর্ণারে ময়লা আবর্জনার নিচ থেকে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প অধিনায়ক এস এম সাউদ হোসেন বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ সদর থানায় জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।