ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কারাবন্দিদের ডাটাবেজ তৈরি হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
কারাবন্দিদের ডাটাবেজ তৈরি হচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে অপরাধীদের সহজে শনাক্তের জন্য ক্রিমিনাল ডাটাবেজ তৈরি অপরিহার্য। এ কারণে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট অধিদফতরের তথ্যপ্রবাহের সঙ্গে সংযুক্ত করে কারাবন্দিদের ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে।



বুধবার (২০ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ‘কারা সপ্তাহ’ উদ্বোধন এবং কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা যেনো কারাগারের ভেতরে মোবাইল ফোন ও অন্যান্য নিষিদ্ধ বস্তু নিয়ে প্রবেশ করতে না পারে, সেজন্য লাগেজ স্ক্যানার, বডি স্ক্যানারসহ অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি সংযোজন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী কাশিমপুর কারাগারে এসে পৌঁছালে কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন তাকে স্বাগত জানান। মন্ত্রী পরে কারা সপ্তাহ উপলক্ষে কারা নিরাপত্তারক্ষীদের মনোজ্ঞ মার্চপাস্ট উপভোগ করেন এবং বেলুন উড়িয়ে কারা সপ্তাহ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মন্ত্রী তিনজন কারা কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করেন।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুর, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলা কারাগার এবং কারাগারের কেন্দ্রীয় বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খানসহ বিভিন্ন সরকারি, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএস/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।