ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

এপিএস শৈলেনের স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এপিএস শৈলেনের স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

ঢাকা: মহাজোট সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার এপিএস সৌমেন্দ্র লাল চন্দ শৈলেনের স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।



বুধবার (২০ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে শৈলেনের স্ত্রী শান্তা রানী চন্দের বিরুদ্ধে ওই চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিন শিগগিরই আদালতে এ চার্জশিট পেশ করবেন।

দুদক সূত্রে জানা গেছে, শৈলেনের স্ত্রী শান্তা রানী চন্দের বিরুদ্ধে ১ কোটি ৩৮ লাখ ২৭ হাজার ২২০ টাকা টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় মামলা দায়ের করে দুদক। ওই মামলার তদন্তেও শান্তা রানীর বিরুদ্ধে ওই সম্পদের সত্যতা পায় দুদকের তদন্ত কর্মকর্তা।

দুদক সূত্রে আরো জানা যায়, শৈলেনের স্ত্রীর নামে পটুয়াখালী সদর রোডে একটি বাড়ির খোঁজ পায় দুদক। এর মূল্য দেখানো হয়েছে এক কোটি ৩৮ লাখ টাকা। ওই বাড়ির জন্য কেনা জমির দাম ২০ লাখ টাকা। শৈলেনের স্ত্রী কমিশনের কাছে ওই জমি ক্রয় ও বাড়ি নির্মাণে অর্থের সঠিক কোনো উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন।

এর আগে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি শৈলেনের বিরুদ্ধে ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৬৩৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ চার্জশিট দেয় দুদক। যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এডিএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।