ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে স্বর্ণসহ দম্পতি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
শাহজালালে স্বর্ণসহ দম্পতি আটক ফাইল ফটো

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি ৫শ’ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুইজনকে আটক করা হয়েছে।



বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ বিমানের বিজি-০৪৬ ফ্লাইটের যাত্রী ওই দম্পতিকে স্বর্ণের বারসহ আটক করা হয়।

ঢাকা কাস্টমসের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, ওই নারীর কোমরে ১২টি গোল্ড বার পাওয়া গেছে এবং একটি তার স্বামীর পকেটে ছিল।

তিনি আরও জানান, এছাড়া বিমানবন্দরে টার্কিস এয়ারলাইন্সের একটি ইস্তাম্বুল-দুবাই-ঢাকা ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৭১২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে- এতে তারা জানিয়েছেন, এটি একটি প্রাথমিক চালান। তাদের কাছে আরও স্বর্ণ থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।