ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে স্ত্রী হত্যা দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
মেহেরপুরে স্ত্রী হত্যা দায়ে স্বামীর যাবজ্জীবন ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরে স্ত্রী ইসমত আরাকে হত্যার অপরাধে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দেন।



একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ডাদেশপ্রাপ্ত জাকির হোসেন জেলা শহরের পৌর কলেজ পাড়ার মহাসিন মণ্ডলের ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন-জেলার গাংনী উপজেলার খাসমহল ধলা গ্রামের হেকমত আলীর ছেলে আব্দুল হোসেন ও রেজাউল হকের ছেলে সাহেব আলী।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালে ১৩ অক্টোবর রাতে দাম্পত্য কলহের জের ধরে জাকির তার স্ত্রী ইসমত আরাকে গলা কেটে হত্যা করেন। পরে ডাকাতের হামলায় তার মৃত্যু হয়েছে বলে প্রচার করেন তিনি। পরদিন সন্দেহ হওয়ায় ইসমত আরার বাবা রিয়াজতুল্লাহ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় জাকিরকে প্রধান আসামি করে তিনজনের নামে ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন ও অ্যাডভোকেট শফিকুল আলম।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।