ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নবম অধিবেশনে পাঁচ প্যানেল সভাপতি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
নবম অধিবেশনে পাঁচ প্যানেল সভাপতি

জাতীয় সংসদ ভবন থেকে: দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের জন্য পাঁচজন প্যানেল সভাপতি মনোনীত হয়েছেন। সংসদ অধিবেশন চলাকালীন সময়ে স্পিকার , ডেপুটি স্পিকারের অনুপস্থিতে অগ্রবর্তীজন সভাপতির দায়িত্ব পালন করবেন।


 
বুধবার (২০ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় নবম অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবম অধিবেশনের জন্য পাঁচ সভাপতির নাম ঘোষণা করেন।

সংবিধানের ১২ (১) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার অধিবেশন চলাকালীন এই পাঁচ প্যানেল সভাপতির মনোনয়ন দেন।

নবম অধিবেশনের প্যানেল সভাপতিরা হলেন, আবুল কালাম আজাদ, মো. তাজুল ইসলাম, হাবিবুর রহমান মোল্লা, জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম ও ডা. দীপু মনি।

এদের মধ্যে অগ্রবর্তী জন স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতে সভাপতির দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি, ২০, ২০১৬
এসএম/এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।