ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দেশজুড়ে শৈত্যপ্রবাহ, বৃষ্টিও আরও ক’দিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
দেশজুড়ে শৈত্যপ্রবাহ, বৃষ্টিও আরও ক’দিন ছবি: জনি সাহা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশে মাঘের শীতের সঙ্গে শুরু হয়েছে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি। সঙ্গে রয়েছে শৈত্যপ্রবাহ।

এ সপ্তাহের মধ্যভাগে তাই বেড়ে যেতে পারে শীতের তীব্রতা। তাপমাত্রা নেমে যেতে পারে ১১ ডিগ্রিরও নিচে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২০ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বভাস অনুযায়ী, বৃহস্পতিবার ছাড়া আরও কয়েক দিন দেশের কোনো কোনো এলাকায় বৃষ্টিপাত হতে পারে।

পূবালী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় অন্তত ১০টি জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা রংপুর খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

রাজধানী ঢাকায় দুপুরের পর থেকে গুঁড়ি বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে ও শীতের তীব্রতায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। এ সময় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮-১০ কিলোমিটার। আপেক্ষিক আদ্রতা ছিল ৮১ শতাংশ।

অন্যান্য জেলার মধ্যে নওগাঁয় ২১ মিলিমিটার, বগুড়ায় ৯ মিলিমিটার, সিরাজগঞ্জে ১৮ মিলিমিটার, পাবনায় ১২ মিলিমিটার, রাজশাহীতে ২৫ মিলিমিটার, বগুড়ায় ৫ মিলিমিটার, নীলফামারীতে ১০ মিলিমিটার, কুড়িগ্রামে ১০ মিলিমিটার, লালমনিরহাটে ৫ মিলিমিটার ও দিনাজপুরে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাশাপাশি পঞ্চগড়, রংপুর, সৈয়দপুর এবং সিলেটে হালকা বৃষ্টিপাত হয়েছে।

বৃষ্টির প্রভাবে বৃহস্পতিবার রাতেই ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে ‍পারে।

এদিন ঢাকা বিভাগের বিভিন্ন জেলার আকাশ ছিল মেঘলা। বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। রাতে আরও ১-৩ ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে।

চট্টগ্রাম বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও খণ্ড খণ্ড মেঘ দেখা গেছে।

বৃহস্পতিবারও রাজশাহী বিভাগের কোনো কোনো জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে রাতেই। একইসঙ্গে এ সপ্তাহে রাজশাহী বিভাগের তাপমাত্রা আরও কমে যাবে।

রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বিভাগে বিভিন্ন জেলা ঘন কুয়াশা চাদরে ঢাকা ছিল। বৃহস্পতিবারও এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

খুলনার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও খুলনা বিভাগের কোনো কোনো জেলায় বৃষ্টিপাত হতে পারে।

বুধবার বরিশাল বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ ছিল মেঘলা।

এছাড়া সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিলেটে ঘন কুয়াশা থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬/আপডেট: ১৮১৮ ঘণ্টা.
এসআর/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।