ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইউসিসিএ’র বার্ষিক সাধারণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বগুড়ায় ইউসিসিএ’র বার্ষিক সাধারণ সভা

বগুড়া: বগুড়া সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের প্রতিষ্ঠানটির কৈগাড়ীস্থ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।


 
সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) সভাপতি আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরডিপি’র বগুড়ার উপ-পরিচালক রাফিউল হক।
 
এছাড়া সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শিরিন ফেরদৌস, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পলাশ রায়হান, সমিতির সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কার্যকরী পরিষদ সদস্য আলহাজ আফজাল হোসেন, বিআরডিপি’র বগুড়া সদরের জুনিয়র কর্মকর্তা শাহীন বাদশা, সমিতির প্রধান পরিদর্শক আলহাজ আমজাদ হোসেন, সমিতির পরিচালক মতিয়ার রহমান, আলহাজ আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 
সভায় প্রধান অতিথি রাফিউল হক বলেন, দারিদ্র্য দূরীকরণে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেকারত্ব দূরীকরণ ও আর্থ সামাজিক উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করতে হবে।
 
তিনি আরও বলেন, বর্তমান সরকার সমবায়ীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন হচ্ছে। সরকারের গৃহীত উদ্যোগ সফল করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।