ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ভাতিজার ঘুষিতে আ’লীগ নেতার মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
ধুনটে ভাতিজার ঘুষিতে আ’লীগ নেতার মৃত্যু

ধুনট (বগুড়া): জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ঘুষিতে বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মমতাজুর রহমানের (৬৫) মৃত্যু হয়েছে।
 
বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, দুপুরে উপজেলার দোয়াতপাড়া গ্রামে কিল-ঘুষিতে আহত হন তিনি।
 
নিহত মমতাজুর রহমান উপজেলার দোয়াতপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভাণ্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
 
নিহত মমতাজুর রহমানের ছেলে রিপন মিয়া বাংলানিউজকে বলেন, তার চাচাতো ভাই একই গ্রামের ঈমান আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। দুপুরে এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঈমান আলী ও তার লোকজন মমতাজুর রহমানকে কিল-ঘুষি মেরে আহত করে।  
 
এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করেন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মমতাজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
 
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অংকিতা রব চৈতি বাংলানিউজকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মমতাজুর রহমানের মৃত্যু হয়।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) পঞ্চনন্দ সরকার বাংলানিউজকে বলেন, মমতাজুর রহমানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।  
 
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।