ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বিএনসিসি কর্মীর মাথা ফাটালো ছাত্রলীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
সাতক্ষীরায় বিএনসিসি কর্মীর মাথা ফাটালো ছাত্রলীগ

সাতক্ষীরা: বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর (বিএনসিসি) সাতক্ষীরা সরকারি কলেজ কন্টিনজেন্টের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) ইখতিয়ার উদ্দিনকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের মূল ভবনের গেটে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কলেজের মূল ভবনের গেটে ছাত্রলীগের উচ্চ মাধ্যমিক ইয়ার কমিটির সভাপতি আশিক ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইখতিয়ার উদ্দিন প্রবেশের জন্য তাদের সরে দাঁড়াতে অনুরোধ করেন।

এতে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ইখতিয়ারকে ধরে কলেজের বাইরে একটি চায়ের দোকানের সামনে নিয়ে যায়। সেখানে তাকে বেদম মারধর করা হয়। এতে ইখতিয়ারের মাথা ফেটে যায়। পরে  স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ বাংলানিউজকে জানান, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।