ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে মাদকদ্রব্যসহ দুইজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বেনাপোলে মাদকদ্রব্যসহ দুইজন আটক ছবি : প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিল ও মদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে পৃথক দুটি অভিযানে বেনাপোল সাদিপুর ও মহিশাখালী গ্রাম থেকে তাদের আটক হয়।



আটক ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের আজুর স্ত্রী কুলসুম এবং পুটখালী ইউনিয়নের মহিশাডাঙ্গা গ্রামের তোফাজ্জেলের ছেলে রহমত।

এ প্রসঙ্গে বেনাপোল পোর্টথানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০ বোতল বাংলা মদ এবং ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে, জানান আশরাফ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।