ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের উদ্যোগে গরীব ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) সকালে ফিনলে চা কোম্পানির দুর্গম এলাকার হরিণছড়া চা বাগানের ৩শ’ চা শ্রমিকদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্রগুলো বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি, হরিণছড়া চা বাগানের ম্যানেজার জয়নাল আবেদীন, শ্রীমঙ্গল সেক্টরের অপারেশন অফিসার মেজর শাহেদ মেহের এবং ৪৬ বিজিবির উপ-অধিনায়ক আবদুল্লাহ মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বিবিবি/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।