ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রী-জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
পররাষ্ট্র মন্ত্রী-জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত করেছেন জাতিসংঘ মহাসচিবের অভিবাসন বিষয়ক বিশেষ দূত স্যার পিটার সাদারল্যান্ড।

বুধবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



সাক্ষাতকালে বছর ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) শীর্ষ সম্মেনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

স্যার সাদারল্যান্ড বৈশ্বিক উন্নয়নে অভিবাসনের ইতিবাচক দিকসমূহ তুলে ধরেন এবং উন্নয়নের সঙ্গে এর সম্পর্কের বিষয়ে মত ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের জন্য বর্তমান সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে জিএফএমডির মাধ্যমে অভিবাসন প্রক্রিয়াকে কিভাবে আরও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করেন।
এসময় স্যার পিটার সাদারল্যান্ড বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
জেপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।