ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পরিবেশ দূষণে দায়ে গাজীপুরে তিন কারখানাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
পরিবেশ দূষণে দায়ে গাজীপুরে তিন কারখানাকে জরিমানা

গাজীপুর: পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে গাজীপুরে তিনটি কারখানাকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে কারখানাগুলোর মালিক-প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়।



পরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমানের নেতৃত্বে শুনানি হয়। শুনানিতে ওই কারখানাগুলোর মালিককে প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে জরিমানা করা হয়।

কারখানাগুলোর মধ্যে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত উইস্টেরিয়া টেক্সটাইল লিমিটেডকে ২ লাখ টাকা, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত রেনেটা লিমিটেডকে (পেনিসিলিন প্লান্ট) ৩০ হাজার টাকা ও টঙ্গীতে অবস্থিত আল মদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।