ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বৈদেশিক প্রযুক্তিগত সহায়তা দরকার বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বৈদেশিক প্রযুক্তিগত সহায়তা দরকার বাংলাদেশের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমানে বাংলাদেশের আর সরাসরি বৈদেশিক আর্থিক সহায়তার প্রয়োজন নেই বরং এখন প্রযুক্তিগত সহায়তা দরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র  প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সফররত নরওয়ের বাণিজ্য ও শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী ডিলেক আয়হান তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসলে তিনি এমন মন্তব্য করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন এই তিন দেশের যৌথ দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য উপমন্ত্রী ডিলেক আইহানকে শুভেচ্ছা জানান।

ভারত ও মায়ানমারের সঙ্গে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারিত হওয়ার পর যে বিশাল জলসম্পদ বাংলাদেশ পেয়েছে তা উল্লেখ করে শাহরিয়ার আলম গভীর সমুদ্রে মৎস্য সংগ্রহে নরওয়ের কাছে প্রযুক্তিগত সহায়তার অনুরোধ জানান।

জবাবে প্রতিমন্ত্রী আইহান তা নরওয়ের মৎস্য বিষয়ক মন্ত্রীর নিকট পৌঁছানোর আশ্বাস দেন। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে তথ্য প্রযুক্তি, মৎস্য প্রক্রিয়াকরণ ও বস্ত্র খাতে নরওয়ের বিনিয়োগকারীদের বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে বর্ণনা করে প্রতিমন্ত্রী ডিলেক আয়হান ভূয়সী প্রশংসা করেন। তিনি তৈরি পোশাক খাতে শ্রমিকদের অবস্থার উন্নয়নকে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
জেপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।