ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): সাভারে অর্ধ গলিত অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বৃধবার (২০ জানুয়ারি) দুপুরে আমিনবাজারের তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।



পুলিশ সূত্রে জানা যায়, আমিনবাজার তুরাগ নদীর দীপনগর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের লাশটি এ এলাকার নয়। ধারণা করা হচ্ছে অন্য স্থান থেকে কয়েকদিন আগে লাশটি নদীতে ভাসতে ভাসতে এখানে এসেছে।

এ ঘটনায় সাভার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এইচএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।