ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪ ছবি : প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্র-ব্যবসায়ী-ছাত্রলীগের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আরও চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 
বুধবার (২০ জানুয়ারি) দিনভর জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 
 
গ্রেফতার হওয়া যুবকরা হলেন- শহরের মুন্সেফপাড়ার পলাশ মিয়া (৩০), পূর্ব পাইকপাড়ার জহির মিয়া (২৮), শিমরাইলকান্দি মহল্লার আদেল (২৫) ও কান্দিপাড়ার জুম্মান (২৫)।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
 
এর আগে সোমবার ও মঙ্গলবার এ ঘটনায় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
 
ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক ১১টি মামলা করা হয়। এসব মামলায় ৭ হাজার ৫৯৪ জনকে আসামি করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।