ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
সালথায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১০

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রঙ্গরায়েরকান্দি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় উভয় গ্রুপের ৭টি বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

জানা  গেছে, সকালে পেঁয়াজের ক্ষেতের মধ্যে দিয়ে একটি ভ্যান নেওয়াকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা গ্রুপের সোহেল মোল্যার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সোনাপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মোল্যা গ্রুপের মোহাম্মদ শিকদারের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দুপুর ১২টার দিকে উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই বসতঘরে ভাংচুর চালায়। এতে গর্ভবতী এক নারীসহ উভয় গ্রুপের ১০ জন আহত হন। আহতদের মধ্যে গর্ভবতী নারী বিউটি বেগম, ছাহেরন নেছা, সাহেব মীর ও বাবু মীরকে ফরিদপুর সদর হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। থানায় কোনোপক্ষই অভিযোগ দিতে আসেনি।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।