ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মোবাইল ফোন চুরি করতে এসএসসি পরীক্ষার্থী হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
মোবাইল ফোন চুরি করতে এসএসসি পরীক্ষার্থী হত্যা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মোবাইল ফোন চুরির লক্ষে আল আমিন হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনা ঘটেছে।

দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



আল আমিন গাংনী পৌরসভার চৌগাছা পশ্চিমপাড়া এলাকার ঝালমুড়ি বিক্রেতা আসমত আলীর ছেলে ও চৌগাছা মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

আল আমিনের পারিবারিক সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি দুপুরে তার স্বামীর চাচাতো ভাই কাজীপুর বর্ডারপাড়া এলাকার মোক্তার শাহর ছেলে সাগর মোবাইল ফোনে আল আমিনকে ডেকে নিয়ে যায়।

গাংনী পুরাতন পৌর ভবনের পেছনে গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভেতরে নিয়ে আল আমিনকে কোমল পানীয়ের সঙ্গে হারপিক মিশিয়ে পান করায়। একপর্যায়ে আল আমিন অজ্ঞান হয়ে পড়লে তার কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড ও একটি নকিয়া মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সাগর।

পরে আল আমিনকে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাপাতালে নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় আল আমিনের।

এদিকে, একমাত্র ছেলেকে হারিয়ে মা জোছনা খাতুন ও দুই বোন জুলেখা আক্তার ও জেসমিন খাতুন শোকে পাথর হয়ে গেছেন।
আল আমিনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারী সাগরের বিচার দাবি করেছেন তার সহপাঠী ও এলাকাবাসী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেন বাংলানিউজকে জানান, তিনি সন্ধ্যায় ঘটনাটি শুনেছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
‍এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।