ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আটঘরিয়ায় গুলিতে চরমপন্থী নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আটঘরিয়ায় গুলিতে চরমপন্থী নেতা নিহত

পাবনা: পাবনার আটঘরিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা আব্দুর রশিদকে (৫০) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
 
বুধবার (২০ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আটঘরিয়া থানাধীন চাচকিয়া মোড়ে এ ঘটনা ঘটে।


 
নিহত আব্দুর রশিদ আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামের নফিজ উদ্দিনের ছেলে।  
 
চাচকিয়ার স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বাংলানিউজকে বলেন,  রাত সোয়া ৯টার দিকে চাচকিয়া মোড়ে ৪/৫টি গুলি করে রশিদকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।
 
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।