ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় মাদকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আলমডাঙ্গায় মাদকসহ আটক ১

মেহেরপুর: চুয়াডাঙ্গায় হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ রাসেল আহমেদ (১৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

বুধবার (২০ জানুয়ারি) দিনগত রাতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার স্টেশনপাড়া এলাকা থেকে তাকে আটক করে।



আটক রাসেল আহমেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা শহরের স্টেশনপাড়া এলাকার রেজাউল হকের ছেলে।

র‌্যাবের কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১ গ্রাম হেরোইন, ৯ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ১২০ টাকা জব্দ করেন র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ দিকে সন্ধ্যায় গাংনী উপজেলার কাজিপুর রোডের বালিয়াঘাট হবিবুর রহমানের ইটভাটার কাছে অভিযান চালিয়ে পরিত্যক্ত ২০ বোতল ফেনসিডিল ও রেজিস্ট্রেশন বিহীন একটি ডায়াং মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।