ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে সন্ত্রাসী হামলায় আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
যশোরে সন্ত্রাসী হামলায় আহত ২

যশোর: যশোরে সন্ত্রাসী হামলায় দুই তরুণ গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।



আহতরা হলেন, যশোর শহরের বকচর এলাকার গোলাম মোস্তফার ছেলে জাহিদ হোসেন (২৭) ও শহরের বেজপাড়া গুরগুল্লার মোড় এলাকার মৃত আবু তালেবের ছেলে ইলিয়াস হোসেন রমিন (২৬)।

তারা বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ইলিয়াস হোসেন জানান, রাতে নিজের মোটর পার্টস দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্থানীয় গুরগুল্লার মোড় মসজিদের সামনের একটি দোকানে দাঁড়িয়ে পিঠা খাচ্ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ গণি মিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘন্টা,  জানুয়ারি ২১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।