ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

স্কুল ছাত্র আল আমিন হত্যাকাণ্ডে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
স্কুল ছাত্র আল আমিন হত্যাকাণ্ডে গ্রেফতার ১

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের স্কুল ছাত্র আল আমিন হত্যায় অভিযুক্ত প্রধান আসামি সাগর হোসেনের প্রধান সহযোগী জাহিদুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ।

আটক জাহিদুল ইসলাম কাজীপুর বোর্ডারপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।



বুধবার (২০ জানুয়ারি) দিনগত মধ্যরাতে গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে জাহিদুলকে আটক করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোক্তার হোসেন বাংলানিউজকে জানান, আটক জাহিদুল ইসলাম স্কুল ছাত্র আল আমিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাগরের প্রধান সহযোগী। সে সাগর হোসেনের ফেনসিডিল ব্যবসার মূল হোতা।

এসএসসি পরীক্ষার্থী আল আমিন হোসেনকে মোবাইল ফোনের জন্য সম্পর্কে চাচা সাগর হোসেন কোমল পানীয়র সঙ্গে বিষাক্ত পদার্থ সেবন করিয়ে হত্যা করে।

নিহত আল আমিন গাংনী পৌরসভার চৌগাছা পশ্চিমপাড়া এলাকার ঝালমুড়ি বিক্রেতা আসমত আলীর ছেলে ও চৌগাছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।