ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
রায়পুরে ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ৭৫ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ফিরোজ আলমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের মালিবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



ফিরোজ উত্তর কেরোয়া ইউনিয়নের ইউসুফ আলী বেপারী বাড়ির সাকায়েত উল্যার ছেলে।

রায়পুর থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।