ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে দেয়াল ধসে আহত দুই

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
সাভারে দেয়াল ধসে আহত দুই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে একটি বাড়ির পাঁচটি কক্ষের দেয়াল ধসে ২ জন আহত হয়েছেন।   তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।



বুধবার (২০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সাভার পৌর মাদ্রাসা রোড এলাকার হরিপদ সাহা’র বাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি)  সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

ভুক্তভোগী সুমন সাহা জানান, দেয়াল ধসে যাবে এমন আশংঙ্কায় ড্রেনেজ নির্মাণে বাঁধা দেওয়া সত্যেও বেশ কয়েক দিন আগে জোড়পূর্বক কাজ শুরু করেন ঠিকাদার তাজুল ইসলাম।

এদিকে বুধবার (২০ জানুয়ারি) গভীর রাতে পাঁচটি কক্ষেরই এক পাশে দেয়াল ধসে যায়। এতে বাড়ির দুই সদস্য আহত হন। আতঙ্ক সৃষ্টি হয় পুড়ো মহল্লায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন।

এ ঘটনায় প্রায় পাঁচ ল‍াখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন বাংলানিউজকে বলে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।