ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
নেত্রকোনায় আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নেত্রকোনা: নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে বিরামহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।



নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, লাইব্রেরি-সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক, বিনোদন-খেলাধুলা সম্পাদক, সদস্য, অডিটরসহ সাতটি পদ নিয়ে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে সভাপতি পদে লড়ছেন অ্যাডভোকেট গোলজার হোসেন তালুকদার, লিয়াকত আলী খান ও সিতাংশু বিকাশ আচার্য্য।

সাধারণ সম্পাদক পদে আমিনুল হক খান মুকুল ও মাজহারুল হক খান। যুগ্ম-সম্পাদক পদে আজহারুল ইসলাম খান ও মোজাম্মেল হোসেন মৃধা। লাইব্রেরি-সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক পদে ভোটে দাঁড়িয়েছেন আব্দুল মতিন মৃধা ও মো. আবুল মনসুর।

বিনোদন-খেলাধুলা সম্পাদক পদে গাজী মাসুদা বেগম ও শরিফুল ইসলাম, সদস্য পদে এখলাছুর রহমান খান, এমএ মজিদ, মোহাম্মদ এনামুল হক মুর্শেদ বেগ, তরুণ কমল বিশ্বাস, মনোয়ারুল হক, মোশারফ হোসেন তমাল, শামীম আহম্মেদ, সুলতান উদ্দিন ভূঁইয়া এবং অডিটর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন
আব্দুর রাশিদ ও নিরঞ্জন চন্দ্র সরকার।

নির্বাচন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল ইসলাম ভূঁইয়া দুপুর ১২টায় বাংলানিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সমিতির ২৭৬ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী এক বছরের জন্য কাঙ্খিত নেতৃত্ব গঠন করবেন।

এদিকে কোনো প্রার্থী না থাকায় আবুল কালাম আজাদ সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।