ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দলিতদের এগিয়ে নিতে সরকারকে জাগাতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
দলিতদের এগিয়ে নিতে সরকারকে জাগাতে হবে ছবি : রানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দলিতদের এগিয়ে নিতে সরকারকে জাগাতে হবে। এ দায়িত্ব নাগরিক সমাজকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।



তিনি বলেন, পিছিয়ে পরা দলিত সমাজকে এগিয়ে নিতে দেশের রাজনৈতিক দলগুলো বিগত সময়ে কোনো উদ্যোগ নেয়নি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে এক সেমিনারে এ মন্তব্য করেন মন্ত্রী। সংসদীয় আদিবাসী কমিটির সদস্য তিনি।

বাংলাদেশের দলিত সম্প্রদায়ের বর্তমান অবস্থা ও উত্তরণ শীর্ষক সেমিনারের আয়োজন করে নাগরিক উদ্যোগ, ক্রিস্টান এইড ও আরডিসি।

মন্ত্রী বলেন, আদিবাসীদের অধিকার নিশ্চিত করার জন্য সংসদে যেমন কমিটি রয়েছে। দলিতদের সহায়তার জন্যও সংসদে কমিটি গঠনের উদ্যোগ নেবো। আগামী বাজেটে দলিতদের জন্য আরও অনেক বরাদ্দ রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করবো। এজন্য অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।

সংবিধানে দলিতদের যে অধিকার দেওয়া হয়েছে, সেই বিষয়ে গত চার যুগ ধরে কোনো সরকার উদ্যোগ নেয়নি। তবে প্রথমবার আওয়ামী লীগ সরকার উদ্যোগ নিয়েছে, বলেন মন্ত্রী।

মোজাম্মেল হক বলেন, একশ’ বছর আগে আমাদের সমাজের যে অবস্থা ছিল দলিত সমাজ তার চেয়ে পিছিয়ে রয়েছে। শিক্ষা, বাসস্থান ও কর্মস্থল এই বিষয়ের দিকে অবশ্যই নজর বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

দলিতদের সংখ্যা ও জীবনযাত্রা নিয়ে সরকারিভাবে সার্ভে করা দরকার প্রয়োজন বলেও জানান মন্ত্রী।

আরডিসি’র সভাপতি প্রফেসর ড. মেসবাহ কামালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশি প্রতিনিধি মারিও প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।