ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে জাল রুপিসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
রাজধানীতে জাল রুপিসহ আটক ৩ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকা থেকে বিপুল পরিমাণ জাল রুপিসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২১ জানুয়ারি) তেজগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করা হয়।



এরা হলেন- মাহমুদ রেহমান (৫৭), মোজাম্মেল হক (৪০) ও ফারুক আহমেদ (২৬)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, তিনজনের কাছ থেকে ৩ লাখ ভারতীয় জাল রুপি, ২ হাজার ৭শ ৭৭ পাকিস্তানি জাল রুপি, বেশ কিছু মার্কিন ডলার ও পাকিস্তানি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

এদের মধ্যে মাহমুদ রেহমান বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি হলেও অন্য দু’জন বাংলাদেশি।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসজেএ/জেডএফ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।