ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে বাস চাপায় কলেজ ছাত্রী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
খিলক্ষেতে বাস চাপায় কলেজ ছাত্রী নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মরিয়ম আক্তার (২৪) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে নিকুঞ্জ এলাকার হোটেল মেরিডিয়ান সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত মরিয়ম তার স্বামী সালাউদ্দিনের সঙ্গে খিলক্ষেতের নামাপাড়া এলাকার একটি বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়ি কান্দি গ্রামে।

নিহতের বড় ভাই বেলাল বাংলানিউজকে জানান, মরিয়ম টঙ্গী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। কিছুদিন আগে তার বিয়ে হয়। পড়াশুনার পাশাপাশি তিনি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।

ময়নাদন্তের জন্য নিহতের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এজেডএস/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।