ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সব মিছিল মিলছে আলিয়া মাদরাসা মাঠে

নাসির উদ্দিন ও আব্দুল্লাহ আল নোমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
সব মিছিল মিলছে আলিয়া মাদরাসা মাঠে ছবি: আবু বকর সিদ্দিকী / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সরকারের দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার আগমনে সিলেট আওয়ামী পরিবারসহ সর্বস্তরের মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে।



প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে ও তার ভাষণ শুনতে জনসভাস্থল আলিয়া মাদরাসা অভিমুখে এখন জনতার ঢল। জনতার সব স্রোত মিলছে মাদ্রাসা মাঠে। মিছিলে মিছিলে সরব হয়ে উঠেছে নগরী। ঢাকঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে শ্লোগানে মুখরিত নগরী জানান দিচ্ছে প্রধানমন্ত্রীর পর্দাপন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভায় যোগ দিতে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠের উদ্দেশ্যে যাচ্ছেন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

শুধু নগরীই নয়, প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে বিভাগের প্রতিটি জেলা-উপজেলা এমনকি গ্রামগঞ্জ থেকেও আসছেন নেতাকর্মীরা। ফলে জনসভার আগেই লোকে লোকারণ্য হয়ে উঠেছে জনসভাস্থল ও আশপাশের এলাকা।

মিছিলগুলো নগরীর বিভিন্ন স্থান থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট ও রিকাবী বাজার হয়ে আলিয়া মাদরাসা মাঠে প্রবেশ করছে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিলেটে ছয়স্থরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন-শৃঙ্খলা বাহিনী। মহানগরীর প্রধান সড়কগুলো ছাড়াও অলিগলিতে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান। এমনটি জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।

বেলা ১১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। সিলেট পৌঁছেই দুপুর ১২টা ২৮ মিনিটের সময় হযরত শাহজালাল (রহ:) মাজার ও সোয়া ১টায় হযরত শাহপরান (রহ:) মাজার জিয়ারত করেন।

সেখান থেকে কড়া নিরাপত্তায় সরাসরি সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বাংলাদেশ সময়:১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এনইউ/এএএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।