ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘২৭ বাংলাদেশির সঙ্গে আল কায়েদা-আইএস’র সংশ্লিষ্টতা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
‘২৭ বাংলাদেশির সঙ্গে আল কায়েদা-আইএস’র সংশ্লিষ্টতা নেই’ মনিরুল ইসলাম

ঢাকা: সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৭ বাংলাদেশির সঙ্গে জঙ্গি সংগঠন আল কায়েদা ও আইএস’র কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
 
তিনি জানান, তবে ২৭ জনের মধ্যে ১৪ জন আনসারুল্লাহ বাংলাটিমের মতাদর্শে বিশ্বাসী।

এই ১৪ জন সিঙ্গাপুরের অ্যাম্বোডিয়া নামে একটি মসজিদে প্রায়ই একত্রিত হতেন।
 
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মনিরুল ইসলাম।
 
তিনি বলেন, ২০১৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মোট ২৭ জনকে ব্ল্যাক লিস্টেড করে বাংলাদেশে ফেরত পাঠায় সিঙ্গাপুর সরকার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ১৪ জনের সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতা পেয়েছি। তবে তাদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস বা আল-কায়েদার সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া যায়নি। তারা আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান জসীমউদ্দিন রাহমানিয়ার অনুসারী এবং মূলত জসীমউদ্দিন রাহমানিয়ার মুক্তির জন্য কাজ করছিলো।
 
গ্রেফতার ১৪ জনের মধ্যে কয়েকজনের মোবাইল ফোন থেকে জসীমউদ্দিন রাহমানিয়ার বইয়ের সফটকপি পাওয়া গেছে বলে জানান তিনি।
 
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছিলো, এ ২৭ বাংলাদেশি আইএস বা আল কায়েদা’র সঙ্গে জড়িত। তারা বাংলাদেশে হামলার পরিকল্পনা করছিলো।
 
এর প্রেক্ষিতে মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। যাদের ফেরত পাঠানো হয়েছে তারা সবাই সেখানকার শ্রমিক ছিল। তবে তারা বিভিন্ন সময় আনসাউল্লাহ বাংলাটিম ও হেফাজতে ইসলামকে আর্থিকভাবে সহায়তা করেছে বলে তথ্য পেয়েছি। অনেক সময় বাংলাদেশ থেকে কিছু ব্যক্তি সিঙ্গাপুরের ওই মসজিদে গিয়ে বয়ান করতেন। তাদের সংগঠিত করতেন।
 
সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৭ বাংলাদেশির মধ্যে ১৪ জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়ায় ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ত্রাস দমন আইনে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করে পুলিশ। বাকি ১৩ জনকে ছেড়ে দেওয়া হলেও তাদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬/আপডেট: ১৭৩০ ঘণ্টা
এসজেএ/আরএম

** জঙ্গি সন্দেহে ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।