ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
চুয়াডাঙ্গায় ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে আটক প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে বুলড্রোজারের চাপায় ও আগুনে পুড়িয়ে এগুলো ধ্বংস করা হয়।



বিগত এক বছরে বিজিবি-৬ এর অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক আটক করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৮ হাজার বোতল ফেনসিডিল, ৪৪ হাজার বোতল দেশি-বিদেশি বিভিন্ন ধরণের মদ ও ১৯ কেজি গাঁজা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, এসবের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা।

এরআগে একই স্থানে মাদকদ্রব্য ধ্বংসকরণ ও মাদকবিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগর, বিজিবির যশোর রিজিওনালের অতিরিক্ত মহাপরিচালক কমান্ডার খন্দকার ফরিদ হাসান, কুষ্টিয়া সেক্টরের উপ মহাপরিচালক কর্নেল হ্লা মং, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু ও চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ওবাইদুর রহমান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।