ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে অগ্নিদগ্ধ পোশাক শ্রমিকের ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
মিরপুরে অগ্নিদগ্ধ পোশাক শ্রমিকের ঢামেকে মৃত্যু

ঢাকা: মিরপুর-৭ নম্বর সেকশনে একটি পোশাক কারখানার ডাইং সেকশনে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক মো. আরিফ হোসেন (১৭) মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়।



আরিফ নোয়াখালীর সোনাইমুড়ি থানার আবুল খায়েরের ছেলে। তিনি মিরপুর-৭ নম্বর সেকশনের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

এর আগে ১৭ জানুয়ারি দিনগত রাতে পল্লবী থানাধীন মিরপুর-৭ নম্বর সেকশনে একটি পোশাক কারখানার ডাইং সেকশনে বয়লার বিস্ফোরণে দগ্ধ হন আরিফ। এতে তার শরীরের  ৯০ শতাংশ পুড়ে যায়।
এ ঘটনায় তার সহকর্মী স্বপনও দগ্ধ হন। স্বপন বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

আরিফের ছোট বোন মুন্নি বাংলানিউজকে জানান, পরিবারের তিন-ভাই বোনের মধ্যে আরিফ ছিলো সবার ছোট।

ঢামেক ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, আরিফের মৃতদেহ ময়নতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এজেডএস/জেডএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।